প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৭:৪২:১৭ প্রিন্ট সংস্করণ
মঙ্গলবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় করোনা অতিমারী চলাকালীন দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার।
সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, সহ-সভাপতি বুনু বিশ্বাস, ফজলুর রহমান, সামিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ ফজলুল হক, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম প্রমুখ।