প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৬:১১ প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দিনাজপুর শহরের কাঁটাপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহায়তার চেক তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়াও গুলিবিদ্ধ আব্দুর রশিদের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে। প্রশাসন থেকে চিকিৎসার যাবতীয় বিষয়গুলো দেখা হচ্ছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদ ও তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে বর্তমান সরকারের উপদেষ্টাগণ বিষয়টি নিয়ে সাথে সাথেই তৎপর হন।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী, প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে সহায়তা করা হয়। তারই অংশ হিসেবে আজকে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে। বাইরের দেশ থেকে অনেকেই সহায়তা করতে চেয়েছেন। উল্লেখ্য, গত ৪ আগষ্ট দুপুরে গর্ভবতী স্ত্রী রত্নাকে নিয়ে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়মিত চেকআপ করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হন আব্দুর রশিদ।
৩ দিন পর তার পেটে গুলিবিদ্ধ স্থানে পচন ধরলে ও ব্যাথা শুরু হলে ৯ আগষ্ট তিনি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতেই হয় অস্ত্রোপচার, এরপর আইসিইউতে। ১১ আগষ্ট বাড়িতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন আব্দুর রশিদের স্ত্রী রত্না। সন্তান প্রসবের ৩ দিন পর রত্না নবজাতক সন্তানকে এক নি:সন্তান দম্পত্তির হাতে তুলে দেন।
এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে গত ০৯ সেপ্টেম্বর রাতে বাচ্চাটিকে প্রকৃত মা-বাবার হাতে তুলে দেয় প্রশাসন ও শিক্ষার্থীরা।