প্রতিনিধি ৪ জুলাই ২০২০ , ৭:২১:৫৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় ও তত্ত¡াবধানে বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে। শনিবার দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়ন ও ১নং চেহেলগাাজী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে দুটি ইউনিয়নে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ইসলাম রাহুল, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চ ল, যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম আতিক, শামীম রেজা, চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু, শেখপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।