রংপুর

দিনাজপুরে ‘টয় কিংডম’ শোরুমের উদ্বোধন

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২১ , ৭:০৪:২৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের মডার্ন মোড় সংলগ্ন টয় কিংডম শোরুমের উদ্বোধন করা হয়েছে। শিশুদের চাহিদামত অত্যাধুনিক খেলনার শোরুমের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। গতকাল উদ্বোধন শেষে স্বরুপ বকসী বাচ্চু বলেন, মোবাইল ফোনের নেশা নয় শিশুদের জ্ঞান বুদ্ধির খেলনায় আসক্ত করতে হবে। অত্যাধুনিক মানসম্মত পুতুল ও খেলনার জন্য এখন ঢাকা বা বিদেশে যেতে হবে না। দিনাজপুরবাসীর চাহিদা মেটাতে মডার্ন মোড়ে টয় কিংডম দোকানে সব ধরনের খেলনা পাবে ছোট সোনামনিরা।

টয় কিংডম দোকানের স্বত্ত্বাধিকারী শুভ ঘোষ বলেন, দিনাজপুরের শিশুদের চাহিদামত আমি অত্যাধুনিক খেলনার শোরুম দিয়েছি। শুভেচ্ছা বক্তব্য রাখেন শুভ ঘোষের পিতা সঞ্জয় ঘোষ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ হাসান, দৈনিক সৃজনী পত্রিকার নির্বাহী সম্পাদক মমিনুল হাসান মমিন। পরিচালনায় ছিলেন কিংডম শো রুমের দিলশাদ সাকিব জন।

আরও খবর

Sponsered content