রংপুর

দিনাজপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৫:০৭:৪৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) পালিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে সোমবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী স্কুল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কুরআন ও দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।

ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলিম আহমেদ আল বুখারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষক, ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান শুকলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাবু এ্যাডভোকেট, সুইহারী খানকা মাদরাসার হযরত মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।

উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সদস্যবৃন্দ, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, কমিটির কর্মকর্তা, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, মুসল্লীবৃন্দ সহ সর্বস্তুরের মানুষ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী।

আরও খবর

Sponsered content