রংপুর

দিনাজপুরে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ৬:৫৯:০৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : মঙ্গলবার বালুবাড়ী এমবিএসকে’র প্রশিক্ষই রুমে ২২ থেকে ২৪ নভেম্বর ৩দিনব্যাপী বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব’র আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এডাব দিনাজপুর জেলা শাখার সভাপতি ও এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসা. সুলতানা রাজিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডাব প্রধান কার্যালয় ঢাকা’র কর্মসূচি পরিচালক কাওসার আলম কনক, এডাব জেলা শাখার সদস্য সচিব মো. মোজাফ্ফর হোসেন ও গাইবান্ধা জেলার এডাব জেলা সদস্য মো. শাহাদাৎ হোসেন মন্ডল। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডাব রংপুর জেলার সদস্য সচিব আহসান হাবিব রবু। ৩দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষনের প্রশিক্ষন কোর্স পরিচালনা করেন এডাব রিসোর্স পুল সদস্য রিসোর্স পার্সন মো. খলিলুর রহমান।

আরও খবর

Sponsered content