রংপুর

দিনাজপুরে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২১ , ৫:০২:২৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচির আওতায় ফ্যাশন ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ কোসের্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ২নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের হলরুমে এর উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এম মাগ্ফুরুল হাসান আব্বাসী।

কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর নির্বাহী পরিচালক ও দিনাজপুর উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জান্নাতুস সাফা শাহীনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর-এর উপ-পরিচালক মো. মোর্শেদ আলী খান, ২নং সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়, কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর সাধারণ সম্পাদিকা মোছা. আঞ্জুমান আরা, ইনচার্জ মো. মোশারফ হোসেন।

 

আরও খবর

Sponsered content