রংপুর

দিনাজপুরে ভিডিপি সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৭:০২:৫৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : গতকাল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ৭৫ দিন মেয়াদী সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশিকাঁথা তৈরি) প্রশিক্ষণের সমাপনী সনদপত্র বিতরণ, র‌্যালি, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭৫ দিন মেয়াদী সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের দিনাজপুর জেলা শহর রংপুর বিভাগের মোট ৬টি জেলা ভিডিপি সদস্যা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে রংপুর বিভাগের ৬ টি জেলার মধ্যে রয়েছে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী কুড়িগ্রাম জেলা। এ প্রশিক্ষণের কার্যক্রম গত ২২ আগস্ট ২০২১ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ৩৯ টি সেলাই মেশিন বিতরণ এবং ৩৯ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলার আনসার ও ভিডিপি অফিসার মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার হাসানুল মবিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক মর্জিনা বেগম, পলাশ মিঞা প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content