প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৭:৩৩:০০ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৭ অক্টোবর রোববার দিনাজপুর শহরের জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, মো. মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি, আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।
শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সুস্থ্যতা কামনা. জেলা বিএনপি, জেলা যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা। এর আগে একই স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা মহিল দল, পৌর বিএনপি, জেলা যুবদল, পৌর যুবদলসহ যুবদলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।