রংপুর

দিনাজপুরে শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান

  প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৮:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর সমাজের একটি অংশ। আর ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের হেঁটে স্কুলে যাওয়ার কষ্ট লাঘবে সরকার তাদের বাইসাইকেল প্রদান করেছে। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের এগিয়ে নিয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ বৃহস্পতিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জন ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের অনুদান ও দলতি, হরিজন ও বেদেদের ভাতা বিতরণের কাযক্রমের উদ্বোধন করেন এমপি গোপাল।

আরও খবর

Sponsered content