প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২১ , ৪:৫৫:১২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির প্রদত্ত দিনাজপুর শহরের নিউটাউন জামিয়া আরাবিয়া, হাফিজিয়া ক্বারীয়ানা মাদরাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ আতাউর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম বাবলু, সদস্য মীর মোস্তাফিজুর রহমান দুলাল, মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মো. শরিফুল ইসলাম, শিক্ষক আলহাজ মাওলানা আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ মাসুদ আলম, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।