প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২১ , ৪:০২:১৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি :
রোববার দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা মহিলা বিষয়ক অধিদপ্তর হতে নিবন্ধনকৃত মহিলা উন্নয়ন সংস্থার একটি প্রতিষ্ঠান মহুয়া হস্তশিল্প প্রতিষ্ঠান দিনাজপুর শহরের ঘাসিপাড়া বটতলা সংলগ্ন মহুয়া হস্তশিল্পের শাখা অফিসের উদ্বোধন হয়েছে।
মহিলাদের স্বাবলম্বি করতে শাখা অফিসের উদ্বোধন করেন মহুয়া হস্থশিল্পের নিবার্হী পরিচালক নুরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহুয়া হস্তশিল্প প্রতিষ্ঠানে উপদেষ্টা দিনাজপুর আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট রাবেয়া ফেরদৌস রুশি, উপদেষ্টা বাংলাদেশ মানবাধিকার সোসাইটির বিভাগীয় পরিচালক নুরে আলম কাজল ও উপদেষ্টা মোহছেন আরা বানু।
স্বাগত বক্তব্য রাখেন, মহুয়া হস্তশিল্প প্রতিষ্ঠানের সহ-সভাপতি সেন্ট ফিলিপস্ স্কলের শিক্ষিকা সায়লা সামাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা শ্রাবনী হিসাবিয়া, স্নেহলতা সংগঠনের সম্পাদক নিশাদ সামাদ।