রংপুর

দিনাজপুর মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৮:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

মঙ্গলবার দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এসএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতে আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. মো. এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কোতয়ালী বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোকাররম হোসেন, জামায়াতের শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেল, বিএনপি নেতা মোস্তফা কামাল মিলন, চেম্বারের পরিচালক রুবেল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ১৮ তম দিনাজপুর বাণিজ্য মেলার আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ রাহবার কবীর পিয়াল। মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মোঃ আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সকল পরিচালকবৃন্দ।

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্যে দিয়ে শুরুতে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও গত জুলাই -আগস্ট -এ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে় নীরবতা পালন করা হয়। শেষে এক মনোজ্ঞ আতস বাজি ফুটানো হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুরের মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট।

আরও খবর

Sponsered content