রংপুর

দিনাজপুর সদর উপজেলায় ভোট যুদ্ধ আজ

  প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২০ , ৫:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : আজ সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট যুদ্ধ। ৩ জন প্রার্থীর মধ্যে দু’জনই আওয়ামী লীগ সমর্থিত। একজন জেলা আওয়ামী লীগ ও একজন শহর-কোতয়ালী আওয়ামী লীগ সমর্থিত। এ ছাড়া অপরজন স্বতন্ত্র প্রার্থী। এরা হচ্ছেন- শহর ও কোতয়ালী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী মো. রবিউল ইসলাম সোহাগ (চশমা), জেলা আওয়ামী লীগের সমর্থিত মো. ফয়সাল ইবনে আজিজ চঞ্চল (উড়োজাহাজ) এবং উত্তম কুমার রায় (টিউবওয়েল) স্বতন্ত্র। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল জানান, আজ মঙ্গলবার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য মোট ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে মোট ৯৪০টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ৬৪ হাজার ৫০৩ জন ভোটার। উল্লেখ্য, সদর উপজেলা পরিষদের পর পর দু’বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুর কারনে এই পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও খবর

Sponsered content