প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৪:২৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো : রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী রতন চক্রবর্তী’র টেকনাফের সাবেক ওসি প্রদীপের পক্ষে জামিনের আবেদন করলে না মঞ্জুর করে আদালত। জামিন হবে কি হবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, টেকনাফের সাবেক ওসি প্রদীপের জন্য গত ১৪ সেপ্টেম্বর জামিন চাইলে তখন আদালত তাকে গ্রেফতারের নির্দেশ দিয়ে ২০ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছিল।