প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ৩:৫১:১৬ প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় উৎসবপ্রিয় সনাতন ধর্মালম্বীরা শুক্রবার দেবী দুর্গার মহাসপ্তমী পূজা পালন করেছেন। দেবীর নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজা। এরপর করা হয় দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা।
শুক্রবার সকালে উপজেলার তালোড়ায় তুলশী গ্রুপ পূজা মন্ডপে গিয়ে কথা হয় পুরোহিত অসীম চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, এ পূজায় উপকরণ হিসাবে নানা ধরনের ফুল ও ফলের সমাহার থাকে। সেই সঙ্গে পদ্মফুল, গোরচনা, গোচেনাসহ আরও অন্যান্য উপকরণ আবশ্যকীয় হয় এ পূজায়। শুক্রবার সকাল ৯টা ৫৭মিনিট পর্যন্ত ছিল সপ্তমী পূজার শেষ সময়।
তুলশী গ্রুপ পূজা মন্ডপের স্বত্বাধিকারী সুভাষ প্রসাদ গুপ্ত জানান, এবার করোনা ভাইরাসের কারণে পূজামন্ডপে স্বাস্থ্য বিধি মেনে ভক্তদের প্রতিমা দর্শনের ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা সহ প্রকার প্রকার ব্যাধি হতে মুক্তি, আসুরিক শক্তি বিনাশ করে সত্য ও সুন্দরের মাঝে সুখি সমৃদ্ধ জীবন কামনায় তারা মা রূপী দেবী দুর্গার নিকট প্রার্থনা জানান। দেবী সন্তুষ্ট হলে তাদের জীবন মঙ্গলময় হবে এটি তাদের বিশ্বাস।