প্রতিনিধি ৮ মে ২০২০ , ৮:৫১:৪৭ প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে পরিবহন শ্রমিক, ভ্যান চালক, চা বিক্রেতা, গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন পেশার দুঃস্থ মানুষের মাঝে বিতরনের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৭তম ধাপের চাল ও আলু বিতরণ করা হয়েছে। ৭মে বৃহস্পতিবার দুপচাঁচিয়া পৌরসভার ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুস সালাম আলম, আশরাফুজ্জামান সাগর, রেজানুর তালুকদার রাজিব প্রমুখ। এদিন পৌর এলাকায় স্ব স্ব কাউন্সিলর ও করোনা মোকাবেলা দুপচাঁচিয়া পৌরসভা স্বেচ্ছাসেবকগণ ৫’শজন কর্মহীন ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ১০কেজি চাল ও ২কেজি ২গ্রাম আলু বিতরণ করেন।