রাজশাহী

দুপচাঁচিয়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

 দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ইভটিজিং মুক্ত সমাজ গড়তে প্রতিশ্রæতবদ্ধ পুলিশিং সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় উপজেলার ৯নং বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার বিকেলে দুপচাঁচিয়া থানার আয়োজনে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পুরাতন বাজার চত্বরে এ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও এসআই শাহজাহান আলীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কেএইচএম এরশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার, সাবেক ব্যাংকার আজিজুল হক, এসআই খোরশেদ আলম, রাশেদুল ইসলাম, এএসআই কমল চন্দ্র, পৌর কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।

 

আরও খবর

Sponsered content