প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৮:১৯:২৪ প্রিন্ট সংস্করণ
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি: বিশ্বব্যাপী মরনব্যাধী করোনাভাইরাসের কারণে দুপচাঁচিয়া উপজেলায় কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকারের নিজস্ব তহবিল হতে তিনি এ ত্রান বিতরণ করে আসছেন। তিনি জানান, দুপচাঁচিয়া উপজেলার ৪’শ ৬০জনকে তাদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রান পৌঁছে দেয়া হচ্ছে। ৫ কেজি চাল, ২ কেজি আলু, হাফ লিটার তেল ও আধা কেজি ডাল বিতরণ করছেন। এ ত্রান বিতরণ কার্যক্রমে তার সঙ্গে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এমকে আলম, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান জিহাদ, সাহেদ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল ইসলাম, মেহেদী হাসান, মুসা প্রাং, রিপন প্রাং।