বাংলাদেশ

দেউলিয়া হয়ে তারা এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২১ , ৫:০৮:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপিই দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, তারা অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।

তিনি রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়।
তিনি আরও বলেন, যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।

‘যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে, তারাই এখন দেউলিয়া’—যোগ করেন ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এ সময় খুলনা-যশোর মহাসড়কের দূরবস্থার দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।

আরও খবর

Sponsered content