প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৬:৩৩:২২ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সালমান (১৬) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। শনিবার বিকেলে এলাহাবাদ গ্রামের চান মিয়া খলিফার বাড়ীতে ওই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত সালমান এলাহাবাদ গ্রামের ব্যবসায়ী মোঃ আবদুল কুদ্দুছ মিয়ার দ্বিতীয় ছেলে । স্থানীয় সুত্রে জানায়, সালমান এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন। সে বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আসছিল। তার বাবা-মা তাকে কিছু দিন পরে মোটর সাইকেল কিনে দিবেন বলে অপেক্ষা করতে বলেন। কিন্তু সালমান অপেক্ষা না করেই নিজ ঘরের ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে আত্নহত্যা করে।
সালেমানের বাবা মোঃ আবদুল কুদ্দুছ মিয়া বলেন,আমার ছেলে বেশ কিছুদিন ধরে মোটর সাইকেল কিনে দিতে আমাদের কাছে আবদার করে আসছিল ।আমরা তাকে বলছিলাম হাতে টাকা হলে কয়েক দিন পর কিনে দিব। এতেই সালমান আমাদের অজান্তে অভিমান করে ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।আমরা বুঝতেও পারিনি সে আত্নহত্যা করবে।
অপর দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর বাজেবাখর গ্রামের ভুঁইয়া বাড়ির মোশাররফ হোসেন এর স্ত্রী ঝর্ণা বেগম(৩৭) কেরির টেবরলট খেয়ে আত্নহত্যা করেন।
স্থানীয়রা জানান, শারিরীক অসুস্থতা সহ্য না করতে পেরে ২৬ আগস্ট শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে দেবিদ্বার থানার এসআই মোবারক হোসেন লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য কুমিল্লা প্রেরণ করেন।
এ বিষয় দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, আত্নহত্যার ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।