চট্টগ্রাম

দেবিদ্বারে প্রবাসীর বাড়িতে আগুনে সবকিছু ভস্মীভূত

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে প্রবাসীর বাড়িতে আগুনে সবকিছু ভস্মীভূত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি উত্তর পাড়ায় সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও প্রবাসীর পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৃদ্ধা মা জাহানারা বেগম ওই সময় ঘুমিয়ে ছিলেন। আগুনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তখন পর্যন্ত বসত ঘর ও সমস্ত মালামাল আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে।

প্রবাসীর ভাতিজা জাবেদ খান বলেন, “আমার দাদী একাই ঘরে ছিলেন। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগুন দেখে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।”

এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত খোঁজ খবর নেওয়া হয়েছে এবং সরকারি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content