চট্টগ্রাম

দেবিদ্বারে বিএনপি নেতাদের পূজামন্ডপ পরিদর্শন

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৭:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে বিএনপি নেতাদের পূজামন্ডপ পরিদর্শন

ঢাক-কাঁসরের বাদ্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৯৩ টি মন্ডপে এবার শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ্য থেকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি উপজেলা বিএনপির নেতাকর্মীদের দিয়ে প্রতিটি পূজামন্ডপে কমিটি করে দিয়েছেন বিএনপির নিবাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। 

বুধবার রাতে দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজবিউল আহসান মুন্সী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম সরকার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, মো. সুদন ডিলার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুল ও গুনাইঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content