প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ৪:২১:৪৯ প্রিন্ট সংস্করণ
প্রতিবছরের ন্যায় এবছরও দেশের বিভিন্ন জেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণের প্রস্তুতি নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ)। আমেরিকা প্রবাসী শিক্ষক ও রিলিজিয়ন্স স্কলার মাওলানা শহিদুল্লাহর নেতৃত্বে প্রতিবছরের মত এবারও এ আয়োজনে ব্যস্ত সময় পার করছেন সংগঠনের বিভিন্ন জেলা উপজেলার স্বেচ্ছাসেবীরা।
এবছর দেশের সাতটি জেলায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো পিরোজপুর, নেত্রকোনা, কুমিল্লা, গাজিপুর, কিশোরগঞ্জ, বাগেরহাট ও পটুয়াখালী।
সাদাকাহ’র স্বেচ্ছাসেবক ও সাংবাদিক হযরত আলী হিরু জানান, সাদাকাহ ইউএসএর আয়োজনে কোরবানীর মাংস বিতরণের প্রস্তুতি নেয়া হয়েছে। চলছে পশু ক্রয়ের কাজ। কোরবানীর দিন পশু জবাইয়ের পরে মাংস প্যাকেট করে সংগঠনের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে আমাদের আশেপাশের দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হবে।।
সাদাকাহ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা জানিয়ে ছারছীনা দরবার শরীফের সাহেবজাদা শাহ মো. ইরফান সিদ্দিকী বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা টাকার অভাবে সারা বছর মাংস কিনে খেতে পারেননা আবার কোরবানীও দিতে পারেননা। তারা এই কোরবানীতে একটু গরুর মাংস খাওয়ার অপেক্ষায় থাকেন। তাদের জন্য সাদাকাহ ইউএসএর এ আয়োজন নিঃসন্দেহে অনেক বড় সওয়াবের। সংগঠনটির স্বেচ্ছাসেবকরা যেভাবে কোরবানী করে কোরবানীর মাংস অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করে সেটা সত্যিই প্রশংসার দাবীদার।
সংস্থাটির প্রধান নির্বাহী মাওলানা শহিদুল্লাহ বলেন, সাদাকাহ ইউএসএ মূলত স্বেচ্ছাসেবী একটি সংগঠন। সবার সহযোগিতাকে তৃনমূলের অসহায় মানুষের কাছে পৌছে দিতে কাজ করি আমরা। প্রতিবছরের মত এবারো দেশের বিভিন্ন জেলা উপজেলার সাতটি স্থানে দরিদ্র হতদরিদ্রদের মাঝে কোরবানীর মাংস বিতরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করা হচ্ছে সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মসূচিটি সম্পন্ন হবে।