বাংলাদেশ

দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট চায় : মেজর হাফিজ

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৭:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট চায় : মেজর হাফিজ
মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের মানুষ পিআর বোঝে না এবং সেটি চায়ও না। এ দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট চায়।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিনের খাসেরহাট বাজারে শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, ‘আওয়ামী লীগ এ দেশকে লুটেপুটে খেয়ে চলে গেছে।

এ দেশের মানুষ বিদেশ থেকে কষ্টার্জিত যে টাকা পাঠাত, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। সেখান থেকে এ টাকা শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে জয় মিলে বিদেশে পাচার করেছে ।’

তিনি বলেন, ‘এ দেশে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ। তারা ভারতকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছিল।

চট্টগ্রাম বন্দরে জাহাজ খালাসির কাজে পর্যন্ত ভারতকে আগে অগ্রাধিকার দিত এই আওয়ামী লীগ।’ 

স্থানীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ারি দিয়ে মেজর হাফিজ বলেন, ‘কেউ যদি চরের ভূমিহীন মানুষের জমি দখল ও লুটপাট করে, তাদের দল থেকে বহিষ্কার করা হবে।’

সভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান জান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু ও শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আর রহমান শুভ।

আরও খবর

Sponsered content