প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : এ বছর ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯’ এর জন্য শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত এস এম শফিকুল আলম শামীমকে কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গত সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। এস এম শফিকুল আলম শামীম উপজেলার চাঁদপুর ইউনিয়নের নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এর আগে তিনি পর্যায়ক্রমে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সানজিদা আমিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, সংবর্ধিত শিক্ষক এস এম শফিকুল আলম, প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু, এমদাদুল হক আরমান, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম, মো: শরিফুল আলম প্রমুখ। এস এম শফিকুল আলম ২০০০ সালে সহকারি শিক্ষক হিসাবে উপজেলার ঘোরশ^াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে বদলী হয়ে ২০০১ সাল থেকে নলগাঁও সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্বাবধানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ফিলিপাইনে প্রশিক্ষনে অংশগ্রহন করেন।