প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৪:১৭:৪৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস এক ও অভিন্ন। এদেশের মানুষের যতটুকু অর্জন সব আওয়ামী লীগের হাত ধরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে শ্লোগান দিয়ে তারেক রহমান প্রমাণ করেছে আসলেই তারা পাকিস্তানের দোসর।
বিএনপিকে উদ্দ্যেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপাদমস্তক দুর্নীতিতে ভরা দলের মুখে পদ্মাসেতু নিয়ে প্রশ্ন তোলা মানায় না।
এসময় বন্যাদুর্গতদের পাশে না দাঁড়ানোয় বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, এত বড় বন্যায় বিএনপির কোন নেতা এখন পর্যন্ত সাহায্য দেয়নি। কিন্তু দুর্গম এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাণ পৌঁছে দিচ্ছে।
এর আগে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।