প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৩৪:০০ প্রিন্ট সংস্করণ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।তবে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরেনি কেউ। মোট সুস্থর সংখ্যা ৩৩ জন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইনে বুলেটিনে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আক্রান্তদের ৪১ জনের মধ্যে পুরষ ২৮ জন এবং মহিলা ১৩ জন। এদের মধ্যে ১০ নিচে ১ জন , ১১-২০ বয়সের =৪ জন , ২১-৩০ বয়সের = ১০ জন , ৩১-৪০ বয়সের = ৫ জন , ৪১-৫০ বয়সের =৯ জন , ৫১-৬০ বয়সের =৭ জন এবং ৬০ বয়সের উপরে আছেন ৫ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার ,১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লা ১ জন ,কেরানিগঞ্জ ১ এবং চট্রগামে ১ জন শনাক্ত হয়েছন।
৫ জন মৃত্যু ব্যাক্তির মধ্যে পুরুষ ৪ জন এবং মহিলা ১ জন। এদের মধ্যে ৬০ বয়েসের উপর ২ জন , ৫০ -৪০ বয়সের =২ জন এবং ৪১-৫০বয়সের ১ জন ।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের হটলাইনে ভাইরাস সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৬৯৭ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জনের শরীরে।
এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৬৯৫ জন।প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। সে বিষয়টি মাথায় রেখে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ মুসল্লিদের ঘরে নামাজ পড়তে ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানও রয়েছে। এছাড়া, মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।