প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ১২:৪৭:১২ প্রিন্ট সংস্করণ
দেশে ফের করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। গত পহেলা নভেম্বরের হিসাবে করোনায় আক্রান্ত ও এ পর্যন্ত সর্বমোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে এক হাজার ৫৬৮ জন ও চার লাখ ৯ হাজার ২৫২ জন। ১৬ দিনের ব্যবধানে একদিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) দুই হাজার ১৩৯ জন নতুন রোগী শনাক্ত ও সর্বমোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত হয়। এ হিসাবে গড়ে প্রতিদিন দেড় হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তকৃত রোগীর হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।
রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা শনাক্তকৃত রোগীর সংখ্যার কমপক্ষে দ্বিগুণ। শতকরা ৮০ ভাগ করোনা সংক্রমিত রোগীর কোনো ধরনের লক্ষণ ও উপসর্গ দেখা যায় না। ফলে অনেকেই ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করাতে আসেন না। নমুনা পরীক্ষার মাধমে চিহ্নিত না হওয়ায় করোনা সংক্রমিত রোগী দিব্যি ঘুরে সংক্রমণ বাড়াচ্ছে। করোনা সংক্রমণরোধে ভ্যাকসিন কবে পাওয়া যাবে সে আশায় বসে না থেকে মুখে মাস্ক পরিধানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে দেশব্যাপী ব্যাপক গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। বেশিরভাগ ক্রেতা-বিক্রেতা মাস্ক না পরেই কাছাকাছি দাঁড়িয়ে কথাবার্তা বলছেন। এর আগে করোনার সংক্রমণ যখন বাড়ছিল তখন মার্কেটগুলোর প্রবেশপথে জীবাণুমুক্তকরণ কক্ষ বসানো হলেও সেগুলো এখন অকেজো হয়ে পড়ে আছে।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২১৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৩৯ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।