প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৫:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দোহাজারী পৌরসভার ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষ। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টায় হাজারী দিঘীর পাড়স্থ সিআইপি টাওয়ারে বিদ্যালয়টির একাডেমিক ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোহাজারী ও তৎসংলগ্ন এলাকাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে এর কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়টির পরিচালক এডভোকেট রিদওয়ানুল হক।
তিনি বলেন, ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ এমনভাবে পরিচালিত হবে, যেন তা সমাজের এবং জাতির টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের শিক্ষার্থীরা এমনভাবে দক্ষ হয়ে উঠবে, তারা যেখানে যে কাজই করুক- তারা যেন তাদের একটি গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে। শিক্ষার্থীরা যাতে একুশ শতকের উপযোগী আধুনিক, দক্ষ, শিক্ষিত ও অন্যের প্রতি সহানুভূতিশীল মানবিক স্মার্ট মানুষ হিসেবে গড়ে ওঠে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় সেই প্রচেষ্টা চালাবে ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ কর্তৃপক্ষ।
শুধু শ্রেণিকক্ষের পড়াশোনাই নয়, বরং পারিপার্শ্বিক, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় রেখে তথ্যপ্রযুক্তি নির্ভর জীবন ঘনিষ্ঠ কর্মমুখী শিক্ষা প্রদান করা হবে এখানে। শিক্ষার্থী ছাড়া শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষা ব্যবস্থার অংশীদার। তাই তাদের বাদ দিয়ে শিক্ষা খাতে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এজন্য আমরা ইংরেজি, গণিত, আইসিটি সহ স্ব স্ব বিষয়ে মেধাবী শিক্ষকদের নিয়োগ দিয়েছি। তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ক্রমান্বয়ে আরো দক্ষ করে গড়ে তোলা হবে।
শিক্ষায় সফলতার অনেকটাই অভিভাবকদের উপর নির্ভর করে। এজন্য অভিভাবকদের সম্পৃক্ত করে তাদের পরামর্শ নিয়ে পড়ালেখার মানোন্নয়নে কাজ করে যাবে পরিচালনা পর্ষদ। মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে একজন শিক্ষার্থী যাতে নিজের ও সমাজের উন্নয়নে নিজেকে সক্ষম করে তুলতে পারে সেই কাঙ্ক্ষিত অভিলক্ষ্য পূরণে ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ কাজ করে যাবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়টির পরিচালক এম.এ. আলম, রোকন উদ্দীন আজম, ওবাইদুল আকবর টুটুল, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সোলাইমান, সহকারী প্রধান শিক্ষক ফরিদ খান প্রমুখ।