চট্টগ্রাম

দোহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রাজ বিহারী বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ৬:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রাজ বিহারী বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাজবিহারী বড়ুয়ার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় জামিজুরী সার্বজনীন গৌতম বিহার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা রাজবিহারী বড়ুয়ার কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে গার্ড অব অনার প্রদান করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা এবং চন্দনাইশ থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর পৌণে ১২টায় দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ বড়ুয়াপাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকার অখি মোহন বড়ুয়ার ছেলে বীর মুক্তিযোদ্ধা রাজ বিহারী বড়ুয়া তিন ছেলে সন্তানের জনক ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের ১৯৪ নম্বর গ্রুপের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে জানান চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু।

দীর্ঘদিন উনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরির পর অবসর নেন তিনি। জামিজুরী সার্বজনীন গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘ দশ বছর দায়িত্ব পালন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা রাজ বিহারী বড়ুয়া।

আরও খবর

Sponsered content