প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৩:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১ দশমিক ২৮ একর ভূমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে দোহাজারী রেলওয়ে মাঠের দক্ষিণ ও পূর্ব পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, আমাদের কাছে তথ্য ছিলো রেলওয়ের মাস্টারপ্ল্যানভুক্ত ২০ নম্বর প্লটে ১ দশমিক ২৮ একর জমিতে অবৈধভাবে দোকান বা বাড়ি তৈরি করে বাসা ভাড়া দিয়ে আসছিলো দখলদাররা। শনিবারের উচ্ছেদ অভিযানে ২০টির মত টিনশেড ঘর ও দোকানঘর উচ্ছেদ করে ওই ১ দশমিক ২৮ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। উদ্ধারকৃত জমি পুনর্দখল প্রতিরোধে রক্ষণাবেক্ষণ করতে রেলের নিরাপত্তা বাহিনী ও প্রকৌশল বিভাগ যাতে যথাযথ ব্যবস্থা নেয় সে বিষয়ে চিঠি লিখবো।
অভিযানে সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা শহীদুজ্জামান, কানুনগো সোলায়মান হোসেন, দোহাজারী ষ্টেশন মাষ্টার ইলিয়াছ চৌধুরী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক বিল্লাল হোসেন, উপপরিদর্শক সুজন শর্মা, চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক জয়নাল আবেদীন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন সহ পুলিশের সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।