প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৫ , ৩:০৮:৩৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন (৬২) কে বিদেশি মদ-বিয়ার সহ আটক করা হয়েছে।
আটককৃত ইসমাইল হোসেন দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯ টায় গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দোহাজারী পৌরসভার পুরাতন রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী ইসমাইলের মুদি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে চন্দনাইশ থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।
অভিযান পরিচালনাকালে ইসমাইল হোসেনের মুদি দোকান তল্লাশি করে কেরু ১৮০ মিলি ভরা ২ বোতল ও খালি ১০ বোতল, ৩৭৫ মিলি ভরা ১ বোতল, কেরু কর্ক ৩৫ বোতল, যৌন উত্তেজক (আগুন) ১০০ মিলি ১২ বোতল, বিয়ার হান্টার ৩৩০ মিলি ভরা ৩ বোতল ও খালি ৪৮ বোতল, বিয়ার বাবারিয়া ৩৩০ মিলি ভরা ১ বোতল, বিয়ার গিনগিসার বিইভি ৩৩০ মিলি ভরা ৫ বোতল উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে উদ্ধারকৃত মাদক সহ চন্দনাইশ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্যাপ্টেন আরেক আসমার জয় জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশকে সাথে নিয়ে দোহাজারী রেলস্টেশন সংলগ্ন এলাকায় ইসমাইল হোসেনের মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার দোকান তল্লাশি করে প্রচুর পরিমানে মদ-বিয়ার ও মদের খালি বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক সহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরকম অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।”
থানা সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা করে আসছে। এর আগে গত ২০২৪ সালের ৩১ জানুয়ারি ২৭ বোতল বিদেশি মদ-বিয়ার সহ আটক করা হয়েছিলো তাকে। তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।