প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৫:০৩:৩৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নির্মাণের পর থেকে দীর্ঘদিন তালাবদ্ধ হয়ে পড়ে আছে একটি পবলিক টয়লেট। পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের স্যানিটেশনের সুবিধার্থে বিপুল পরিমাণ টাকা ব্যয়ে নির্মাণ করা টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় এটি মানুষের কোন কাজেই আসছে না। যদি তালাবদ্ধই রাখা হয় তাহলে সরকারি টাকা ব্যয়ে পাবলিক টয়লেটটি নির্মাণ করা হয়েছে কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দেওয়ানহাট এলাকার জনসাধারণ, পথচারী ও বাজারের ক্রেতা-বিক্রেতাদের স্যানিটেশন সমস্যার সমাধানে ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্পের আওতায় সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও এখন পর্যন্ত পাবলিক টয়লেটটির তালা খোলা হয়নি।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করে বলেন, সরকারি টাকা ব্যয়ে টয়লেট নির্মাণ করে তালাবদ্ধ রাখা হয়েছে। এটি মানুষের কোনো কাজেই আসছে না। দ্রুত তালা খুলে পথচারীদের জন্য টয়লেটটি উম্মুক্ত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা করছেন তারা।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চন্দনাইশ উপজেলা সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া জানান, “আমি চন্দনাইশে যোগদান করেছি বিগত পাঁচ মাস আগে। আমি চন্দনাইশে যোগদানের আগে পাবলিক টয়লেটটির নির্মাণকাজ যথাসময়ে সমাপ্তির পর দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। এখন কি কারণে বন্ধ আছে তা বলতে পারবোনা।”
এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, “পাবলিক টয়লেট বন্ধ থাকার বিষয়টি আমি অবগত ছিলাম না। কি কারনে এটি তালাবদ্ধ আছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুততম সময়ে এটি উম্মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”