প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ৭:২৫:২৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১নং ওয়ার্ডস্থ চাগাচর এলাকায় ২০১৯-২০ অর্থবছরে পৌরসভার প্রকৌশল বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৯০ লাখ ৫২ হাজার ১১৫ টাকা ব্যয়ে মধ্যম চাগাচর কামালের বাড়ি থেকে সালাম সওদাগরের দোকান পর্যন্ত ৮০৫ মিটার সড়ক আর.সি.সি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়। কাজ শুরু করার দীর্ঘ পাঁচ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি শেষ হয়নি ৮০৫ মিটার দৈর্ঘ্যের সড়কটি সংস্কারকাজ।
প্রথম দফায় বক্স কাটিং ও বালু ভরাট শেষে সিসি ঢালাই সম্পন্ন হওয়ার পর কয়েকমাস কাজ বন্ধ থাকে। এরপর ২০২২ সালের ১২ নভেম্বর তৎকালীন পৌর প্রশাসক নাছরীন আক্তারের হস্তক্ষেপে আরসিসি ঢালাই কাজ শুরু হয়। ওই সময় ৬০০ মিটার পর্যন্ত আরসিসি ঢালাই সম্পন্ন করলেও বাকি ২০০ মিটার আরসিসি ঢালাই করা হয়নি। বর্তমানে হাজী এমএ জলিল মঞ্জিল থেকে সালাম সওদাগরের দোকান পর্যন্ত ২০০ মিটার আরসিসি ঢালাই দিতে হবে। বাকি থাকা ২০০ মিটার আরসিসি ঢালাই সম্পন্ন করতে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম সংশ্লিষ্ট ঠিকাদারকে বিগত এক বছর যাবত বারবার তাগাদা দিলেও কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদার। কাজটি দীর্ঘসূত্রিতার কারণ হিসেবে ঠিকাদারের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা।
এবিষয়ে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন বলেন, “নির্ধারিত মেয়াদে কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল না দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”