প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ৩:০১:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বাদে মাগরিব থেকে রাত দশটা পর্যন্ত কিল্লাপাড়া সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও জাহেদুল করিম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গার্ডিয়ান কালচারাল একাডেমি সেক্রেটারি ও পটিয়া সেন্ট্রাল কলেজ উপাধ্যক্ষ শাহাদাত হোসেন।
প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী শুরা সদস্য চন্দনাইশ উপজেলা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন।
দারস পেশ করেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মো. আরিফুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সাংগঠনিক সাঙ্গু থানা সভাপতি ফোরকান আজাদ, দোহাজারী পৌরসভা জামায়াতে ইসলামী সভাপতি এম.জমির আদনান, সাবেক সভাপতি আনিসুর রহমান, দোহাজারী পৌরসভা ইসলামী ছাত্র শিবির সভাপতি আজম খান, দোহাজারী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইসমাইল হোসেন সাহেদ প্রমুখ।