চট্টগ্রাম

দোহাজারী রায়জোয়ারাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৪:৩৭:৩৫ প্রিন্ট সংস্করণ

দোহাজারী রায়জোয়ারাতে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পশ্চিম রায়জোয়ারা সুন্নী যুব সমাজের উদ্যোগে তালুকদার পাড়া সুন্নি যুব সমাজের ব্যবস্থাপনায় গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে ২১তম আজিমুশ্শ্বান ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিয়াকুল মাষ্টারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আহমদ শরীফের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মোঃ আবু নওশাদ নঈমী আশরাফী নক্সবন্দী (মা.জি.আ.)। উদ্বোধক ছিলেন দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা মোহাম্মদ আবু ইউছুপ আল-কাদেরী।

সম্মানিত অতিথি ছিলেন- দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল মাজেদ সওদাগর সওদাগর।

বিশেষ বক্তা ছিলেন- মাওলানা আলহাজ্ব আবদুল গফুর রব্বানী, মাওলানা মুফতি মোহাম্মদ ইসলাম নকশবন্দী, মাওলানা মোহাম্মদ ফরহাদুল ইসলাম আল-কাদেরী, মাওলানা মুফতি মাহফুজুর রহমান আল-কাদেরী, মাওলানা ইমরান হোসাইন আল-কাদেরী, হাফেজ মোহাম্মদ শওকত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আকতার কামাল খান, মাওলানা সালাহউদ্দিন মানিক, মাওলানা সাহেদ হোসাইন, মাওলানা শেফায়েত উদ্দিন কাদেরি, মাওলানা কুতুব উদ্দিন, সমাজ সেবক আবু তাহের সওদাগর, ইসহাক মিয়া, মো. ইব্রাহিম, প্রবাসী জামাল উদ্দিন, ব্যবসায়ী জয়নাল আবেদীন জয়, ওসমান গণি, আব্দুল আলম, আব্বাস উদ্দিন, আবুল খায়ের প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান ফেতনার জামানায় ঈমান রক্ষা করতে হলে হক বাতিলের পার্থক্য বুঝতে হবে। শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজি (সা.) এঁর সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে। রাসূল (সা.) এঁর রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং তাঁর অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে। এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি। বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী ও আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল।

পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

আরও খবর

Sponsered content