বরিশাল

দৌলতখানে অবৈধ মশারি জাল জব্দ পুড়িয়ে ধ্বংস।

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৬:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানে মদনপুর সংলগ্ন মেঘনা নদীতে জাটকা নিধন অভিযান চালিয়ে তিনটি মশারি জাল এবং একটি কোষাণ পাই জল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে। ৩৫ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ টাকা, পরে আটককৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস হয়।

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন জানান, পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা সংরক্ষণ অভিযান চলমান, এবং এই অভিযান আমরা খুব ভালো ভাবে শুরু করেছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, মা ইলিশ যে ডিমটা ছেড়েছে এই ডিম থেকে ইলিশের বাচ্চা যেটাকে জাটকা বলা হয়।

এই মাছ যে সকল জালে নিধন করে এবং মশারি, বিন্দি, পাইজাল, খুঁটা জাল এগুলোকে আমরা অপসারণ করবো। এবং এগুলোকে ধ্বংস করব যাতে মা ইলিশের বাচ্চাটা বড় ইলিশে পরিণত হতে পারে, সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। জাটকা ইলিশ সংরক্ষণে অবৈধ জাল অপসারণের সুফল ইতোমধ্যে আমারা পেতে শুরু করেছি। যেমনটা পাঙ্গাসের উৎপাদন অবৈধ চাই জাল ও বাধা জাল অপসারনে লক্ষণীয়ভাবে বেড়েছে।

আরও খবর

Sponsered content