দেশজুড়ে

দৌলতখানে তৃতীয় পর্যায়ে ঘরের দলিল পেল ১৭টি পরিবার

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ৩:২৭:৩৮ প্রিন্ট সংস্করণ

দৌলতখানে তৃতীয় পর্যায়ে ঘরের দলিল পেল ১৭টি পরিবার

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে (২৪ই এপ্রিল) ১৭টি ভূমিহীন পরিবারকে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন এর লক্ষে নির্মিত ঘরের দলিল রেজিস্ট্রী (কবুলত) দেওয়া হয়। বাংলাবাজার সাব-রেজিস্ট্রী অফিসের সাব-রেজিস্ট্রার জনাব মামুন সিকদার উপস্থিত থেকে রেজিস্ট্রী কার্যক্রম করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), দৌলতখান এর পক্ষে সার্ভেয়ার মোঃ আবু আবদুল্লাহ। বিগত ১৯-০৪-২০২২ ইং তারিখে অনুষ্ঠীত জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় বিবেচনার জন্য উপস্থাপন করা হয়। ভোলা জেলা প্রশাসক মহোদয় বিগত ২১-০৪-২০২২ ইং তারিখে সদয় অনুমোদন করেন।
তৃতীয় পর্যায়ে মোট ২০টি ঘর প্রদানের কথা থাকলেও ১৭টি ঘরের রেজিস্ট্রী করা হয়।

উত্তর জয়নগর মিয়ার হাট বাজার সংলগ্ন স্থানে ঘর গুলো নির্মান করা হয়। ঘর প্রাপ্তরা হলেন চরপাতা ইউনিয়নের হাসিনা বেগম, রাশেদা বেগম, বিউটি বেগম, মোঃ বাবুল, নাসিমা বেগম, শাহেরা বেগম, নাছিমা বেগম, আবু তাহের, জয়নব বিবি, চরখলিফা ইউনিয়নের আবদুল অদুদ, নিরু বেগম, ফাতেমা বিবি, ছালমা বেগম, আলী আজগর, রুনা বেগম, উত্তর জয়নগর ইউনিয়নের মোঃ মহিউদ্দিন, মোঃ সুমন। এ সময় ঘর প্রাপ্তরা তাদের মাথা গোজার ঠাই করে দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ প্রদান করেন। ভোলার দৌলতখানে ১ম পর্যায়ে ৪২টি, দ্বিতীয় পর্যায়ে ২০টি, ৩য় পর্যায়ে ৩০টি’র মধ্যে ১৭টি ঘর প্রদান করা হয় ও পরবর্তী ধাপে ২০১টি ঘর প্রদান প্রক্রিয়া চলমান আছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারেক হাওলাদার বলেন ‘‘আমরা প্রকৃত গৃহহীন পরিবারের মাঝে যাচাই বাচাই করে ঘর গুলো প্রদান করেছি। তৃতীয় পর্যায়ে ১৭টি গৃহ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন।’’

আরও খবর

Sponsered content