দেশজুড়ে

দ্বিতীয় দিনেও উত্তাল হাটহাজারী মাদ্রাসা

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৯:২৬ প্রিন্ট সংস্করণ

মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) : ৯ দফা দাবি আদায়ে আবারও ছাত্র আন্দোলনে উত্তাল হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসা। যদিও গত বুধবার ছাত্রদের আন্দোলনের তোপে হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফির পুত্র মাওলানা আনাস মাদানীকে স্বীয় পদ হতে বহিষ্কার করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এছাড়া একই দিনে এই ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দিন রুহী আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসার ভেতরে প্রশাসন বা সাংবাদিক কেউ প্রবেশ করতে না পারলেও মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, মুফতি জসিম ও মাওলানা ওমরের রুমে ভাঙচুর চালানোর চিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায়। হাটহাজারী মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিওতে মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল­ামা আহমদ শফীর কক্ষেও ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে। যদিও কিছুক্ষণ পর মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সে ভিডিও এবং ভাংচুরের ছবি মুছে দেওয়া হয়। তবে মাদ্রাসার ভেতরে কোন ভাংচুর হয়নি বলে আন্দোলনকারীদের মাইকে ঘোষণা দিতে শুনা গেছে। যেকোন প্রকার অপ্রীতিকর অবস্থা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মাদ্রাসার মূল ফটকের সামনে অবস্থান নিতে দেখা গিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মাদ্রাসার পরিস্থিতি স্বাভাবিক এবং ছাত্রদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কওমী মাদ্রাসার সর্বোচ্চ পরিষদ শূরা কমিটির বৈঠকে বসতে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content