বাংলাদেশ

দ্রুত আরোগ্য লাভ করবেন সিদ্দিকী নাজমুল, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

  প্রতিনিধি ১৯ জুন ২০২১ , ৫:০৯:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

হার্টে ব্লক ধরা পড়া লন্ডনে চিকিৎসাধীন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দ্রুত আরোগ্য লাভ করবেন বলে প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

 

এতে তিনি লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সিদ্দিকী নাজমুল আলমের স্বাস্থ্য বিষয়ে অবহিত করেছি। তিনি তার দ্রুত আরোগ্য লাভ হবে বলে প্রত্যাশা করেছেন এবং তাকে চিন্তা করতে মানা করেছেন। তার খোঁজ রাখার জন্যও বলেছেন।

এর আগে শুক্রবার (১৮ জুন) হার্টে ব্লক ধরা পড়ে ওই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে স্ট্যাস্টাস দেন।

আরও খবর

Sponsered content