প্রতিনিধি ৪ আগস্ট ২০২১ , ৭:৪৯:৪১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা নদীতে বড়শিতে ১৮ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদম তোলা গ্রামে ধরলা নদীতে এক যুবকের ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। পরে কাতল মাছটি তাদের বড়শিতে ধরা পড়লে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সেটি নদী খেকে ডাঙ্গায় তুলতে সক্ষম হয় তারা।