প্রতিনিধি ৪ মে ২০২০ , ৮:০৩:০৮ প্রিন্ট সংস্করণ
হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের একই গ্রামের যুবক যুবতী প্রেমের টানে বাসা থোকে চলে আসে। সোমবার সকালে জামালগঞ্জ থানা পুলিশ সাচনা বাজার ইউনিয়ন হতে প্রেমিকাকে উদ্বার করে।
জানা যায়, দু জন মিলে প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে যায়। পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মোবারক হোসেন সেলিম এর পুত্র মো. অনিক হাসান মুন্না (২২) একই গ্রামের অবসর প্রাপ্ত আনসার মো. আলী আহম্মদ এর মেয়ে মারুফা আক্তার নুন (১৯) গত শুক্রবার ভোর ৫ ঘটিকায় দুজন পালিয়ে যায়। অনেক খোজা খুজির পর ধর্মপাশা থানা সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেন।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় জামালগঞ্জ সাচনা বাজারে ইউনিয়নে গোপন সংবাদের বৃত্তিত্বে জামালগঞ্জ থানা পুলিশ ৩ দিন পর মারুফা আক্তার নুন (১৯) আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানা অফিসার ইনর্চায সাইফুল আলম ধর্মপাশা থানা হতে আশা পুলিশ ও মেয়ের অভিভাবকের কাছে হস্তান্তর করেন। ধর্মপাশা থানা পুলিশ ও পিতা আলী আহম্মদ সহ সংঙ্গীয় ফোর্স সোমবার বিকেল ৩ ঘটিকায় মেয়েটিকে নিয়ে ধর্মপাশা থানায় নিয়ে যায়।