দেশজুড়ে

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, পলাতক অভিযুক্ত সপ্তম শ্রেণির ছাত্র

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০৭:১৪ প্রিন্ট সংস্করণ

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, পলাতক অভিযুক্ত সপ্তম শ্রেণির ছাত্র

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর এলাকায় ধর্ষণের ঘটনায় এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। 

এ ঘটনায় রোববার রাতে কিশোরীর পরিবার থেকে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

মামলা থেকে জানা গেছে, ১৪ বছর বয়সী ওই কিশোরী দাদনপুর এলাকায় এক বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে ছিল। শারীরিক পরিবর্তন দেখে কিশোরীর পরিবার এর জন্য দায়ী কে জানতে চায়। সে জানায়, বাড়ির মালিকের কিশোর ছেলে তাকে ধর্ষণ করেছে। পরে তার পরিবার ওই কিশোরকে আসামি করে থানায় মামলা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক। 

এ বিষয়ে কিশোরের বাবা জানান, তার ছেলে ৭ম শ্রেণিতে পড়ে। তার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। তিনি বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করছেন বলে জানান। 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, মামলার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও খবর

Sponsered content