প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩৬:৪০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় মো. সাগর (২০) নামের ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হওয়া সাগর ভোলার লালমোহন থানার মনির বাকলাইয়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভোলার লালমোহান থানার চরভূতা এলাকার বখাটে যুবক সাগর ভিকটমিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ জানুয়ারি সাগর তার সঙ্গীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণ করে।
এ ঘটনায় ২৫ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় অভিযুক্ত সাগর পালিয়ে চট্টগ্রাম এসে অবশেষে গ্রেফতার হয়েছেন।