রাজশাহী

ধর্ষণ-শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:২৪:২৩ প্রিন্ট সংস্করণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে গৃহবধূকে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা ও নিপীড়ন, সারাদেশে শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার সকালে পাবনার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘সামাজিক বন্ধন’ এর উদ্যোগে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সামাজিক বন্ধনের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, সাংবাদিক ও সঙ্গীত শিক্ষক জামিউল ইসলাম কাবলী, সামাজিক বন্ধনের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেজান প্রমুখ।

আরও খবর

Sponsered content