প্রতিনিধি ১ মে ২০২০ , ৬:১৮:২৭ প্রিন্ট সংস্করণ
শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ : করোনা পরিস্থিতিতে এবার বাগেরহাটে চাকুরী প্রত্যাশীদের সাথে একত্বতা ঘোষনা করে স্বেচ্ছাশ্রমে মাঠে ধান কাটলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মো: শাহ–ই–আলম বাচ্চু। হতদরিদ্র ও বর্গা চাষীদের ধান কেটে ঘরে তুলে দিলেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০১৮ প্যানেল প্রত্যশী প্রার্থীরা। সকালে মোরেলগঞ্জ উপজেলার নরুল্লাপুর গ্রামের কৃষক রুহুল আমিনের দুই বিঘা জমির ধাণ কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন চাকুরী প্রত্যাশীরা।
এসময় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী–২০১৮, বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক রাজিব শিকদারসহ চাকুরী প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতি ও অতিবৃষ্টির মধ্যে ধান কেটে দেওয়ায় খুশি হয়েছেন হতদরিদ্র কৃষকরা।
কৃষক রুহুল আমিন বলেন, বৃষ্টির মধ্যে ধান কেটে ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলাম। এর মধ্যে এলাকার শিক্ষিত ভাইরা এসে আমার ধান কেটে দিলেন। আমি খুব খুশি হয়েছি।
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী–২০১৮, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজিব শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। পর্যায়ক্রমে আমরা সকল উপজেলায় কৃষকদের ধান কেটে দিব।