প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ৭:৫৮:১৪ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকারের নিজ উদ্যোগে চা-পান দোকানী ও বেকার ১ হাজার শ্রমিককে ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বীরগ্রাম দলীয় কার্যালয়ের সামনে থেকে বীরগ্রাম, বস্তাবর, রাঙ্গামাটি বাজার, আগ্রাদ্বিগুন, খেলনা বাজার ও শিমুলতলীঘাটের ব্যবসায়ী ও উপজেলা ৮টি ইউনিয়নের বেকার ১ হাজার শ্রমিককে ২য় পর্যায়ে নিজ উদ্যোগে ৫ কেজি চাল, আধা কেজি করে মসুরডাল ও ছোলা বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে সাংসদ শহীদুজ্জামান সরকার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ফাঁকা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেন। ইতিপূর্বে তিনি নিজ উদ্যোগে ৫ হাজার অসহায় শ্রমজীবি ও খেটে খাওয়া কর্মহীনদের মাঝে চাল,ডাল, তেল আলু, লবন-সাবান বিতরণ করেন।
বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো.দেলদার হোসেন, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক ওসমান গনি, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সাইফুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।