প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২১ , ৫:৪৯:৫৩ প্রিন্ট সংস্করণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে বেলুন উড়িয়ে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা ডা. এমরান আলী, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জাদান, চকময়রাম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, প্যানেল মেয়র মেহেদী হাসান, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রোগ্রাম অফিসার জোনাস ক্লেরি কস্তা, মুকুল বৈরাড়ি, লাথন চৌকিদার, শ্যামল মন্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ উপস্থিত ছিলেন।