রাজশাহী

ধামইরহাটে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ২:১০:১৯ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের এন্দোয়া মাঠে গ্রীন ভয়েস, আগ্রাদ্বিগুন ফুটবল টিম, হৃদয় মানবতাবাদী গোষ্ঠী ও সোনালী স্বপ্নের উদ্যোগে ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় খেলার উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ।

হৃদয় মানবতাবাদী গোষ্ঠী’র সভাপতি আবু সুফিয়ান খানের সভাপতিত্বে ফুটবল প্রতিযোগিতায় গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আ. মান্নান, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো. মোজাফফর রহমান উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি নাসির মাহমুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিনহাজুল হক শিবলী,আগ্রাদ্বিগুন ফুটবল টিমের সভাপতি আ. কুদ্দুস, সোনালী সপ্নের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সম্পাদক আসাদুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content